ইমারতে ইসলা্মিয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে দুই পরিবারের মধ্যকার ১৮ বছরের বিরোধের অবসান

0
130

আফগানিস্তানের খোস্ত প্রদেশের ইসমাঈল খেল ও মানদোজাই জেলায় দুইটি পরিবারের মধ্যে দীর্ঘ ১৮ বছরের বিরোধ মীমাংসা করেছেন সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী সদস্যগণ। পরিবার দু’টি হল হাজী কামার শাহ ও বিসমিল্লাহ শাহ’র পরিবার। স্থানীয় আলেম, উপজাতীয় প্রবীণ, নিরাপত্তা কর্মকর্তা ও প্রাদেশিক কর্তৃপক্ষের মধ্যস্থতায় এই বিরোধের নিষ্পত্তি হয়েছে আলহামদুলিল্লাহ।

দীর্ঘ বিরোধের অবসান হওয়ায় সংশ্লিষ্ট পরিবারদ্বয়কে অভিনন্দন জানিয়েছেন প্রদেশটির পুলিশ প্রধান হাফিজ আব্দুর রশিদ ওমারি হাফিযাহুল্লাহ। জনগণের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্ব অটুট রাখতে সরকারের পাশাপাশি স্থানীয় প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিদের সচেতন থাকতে তিনি উপদেশ দেন।

এছাড়া অক্লান্ত প্রচেষ্টা ও ন্যায়সঙ্গত সমাধানের জন্য মধ্যস্থতাকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পরিবারদ্বয়।


তথ্যসূত্র:
1. Families in Khost Reconcile After 18-Year Dispute
– https://tinyurl.com/2u5cwkdr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২০২৪ সালে পাকিস্তান জুড়ে টিটিপির ১৭৫৮টি অভিযান: হতাহত ২৯৪৫ পাক-সেনা
পরবর্তী নিবন্ধসীমান্ত এলাকায় বাংলাদেশির মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন