কুমিল্লার সীমান্ত এলাকায় এক বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ভারত সীমান্তে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে লালা পড়ছিল।
মৃত ব্যক্তির নাম কাজী ছবির (৪২)। তিনি সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে।
স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সকালে মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়। এ সময় বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
তথ্যসূত্র:
১. সীমান্ত এলাকায় বাংলাদেশির মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন
– https://tinyurl.com/55ph78es