সম্পন্ন হল কাবুল-কান্দাহার মহাসড়কের দামান জেলা অংশের নির্মাণ কাজ

0
119

দামান আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অবস্থিত একটি জেলা। সম্প্রতি কাবুল-কান্দাহার মহাসড়কের দামান জেলা অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সড়কটি দামান জেলার মারওয়ান্দি মান্দা থেকে কান্দাহার সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই অংশের দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার। ইমারতে ইসলামিয়া সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে এটি নির্মিত হয়েছে। সম্প্রতি এটি চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দাহার প্রদেশের ডেপুটি গভর্নর আলহাজ্ব মোল্লা মুহাম্মদ সাদিক ইনকিলাব হাফিযাহুল্লাহ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণপূর্ত অধিদপ্তরের কারিগরি প্রকৌশলী শের হাসান খুশিওয়াল জানান, দেড় বছর পূর্বে উক্ত মহাসড়ক অংশে নির্মাণ কাজ শুরু হয়েছিল। বিগত ৩০ ডিসেম্বর নির্মাণ সমাপ্ত শেষে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে সর্বমোট ৫৫০ মিলিয়ন আফগানি ব্যয় হয়েছে।

গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ডেপুটি গভর্নর মোল্লা মোহাম্মদ সাদিক ইনকিলাব হাফিযাহুল্লাহ। এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিগত দুই দশকে দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছিল। কিন্তু বর্তমান প্রশাসন দেশ জুড়ে পুনর্গঠন, উন্নয়ন ও পুনর্বাসনের ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এর অন্যতম উদাহরণ হল কাবুল-কান্দাহার মহাসড়ক সংস্কার কাজের অগ্রগতি।


তথ্যসূত্র:
1. Construction of Kabul-Kandahar Highway Segment in Daman district Completed
– https://tinyurl.com/3fdjwsak

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধানমন্ডিতে দিন-দুপুরে সোনার দোকানে চুরি
পরবর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ ৩৫ ফিলিস্তিনির মৃত্যু