এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী নারকীয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অঞ্চলটিতে বর্বরোচিত হামলায় প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ০৩ জানুয়ারি, শুক্রবার গাজায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরা এবং ওয়াফার প্রতিবেদনে এ তথ্য এসেছে।
গাজার মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শুক্রবার মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী কমপক্ষে ১৯জনকে হত্যা করেছে। আল-আকসা শহীদ হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, নিহতরা বেশিরভাগই নারী ও শিশু।
ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন এলাকায় আল-শামা মসজিদের আশেপাশের এলাকা লক্ষ্য করে আঘাত হেনেছে। এই হামলায় তিন শিশু নিহত হয়েছে এবং আরো অনেক বেসামরিক লোক আহত হয়েছে ।
এদিকে,মধ্য গাজার আল-জাওয়াইদার দক্ষিণে আল-তাইয়্যাবিন এলাকায় একটি বেসামরিক যানবাহনে ইসরায়েলি বিমান আঘাত করলে আরও দুই ব্যক্তি নিহত হয়।
এছাড়া ইসরায়েলি যুদ্ধবিমান শিফা হাসপাতালের প্রবেশপথে বেসামরিক লোকদের একটি সমাবেশকে লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে যার ফলে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছে। একটি পৃথক হামলায়, গাজা শহরের পশ্চিমাঞ্চলে আল-লাবাবিদি স্ট্রিটে আরও চার ব্যক্তি নিহত এবং অন্যরা আহত হয়।
সর্বশেষ শুক্রবার বিকেলে উত্তর গাজা উপত্যকার শুজাইয়া পাড়ায় সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ সাতজন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Israeli attacks kill dozens in Gaza with ceasefire talks set to resume
– https://tinyurl.com/3ayw9pdy
2.Seven civilians, including four children, killed in Israeli airstrikes on Gaza City
– https://tinyurl.com/mvdfwd7c
3. Nine Palestinians killed, several injured in Israeli airstrikes on Gaza City
– https://tinyurl.com/73nsc4wp