আফগানিস্তানের কাবুলে অবস্থিত আরগন্দি সাবস্টেশন মেগাপ্রকল্পের কাজ ৬০ শতাংশ পর্যন্ত অগ্রগতি হয়েছে। ইমারতে ইসলামিয়ার পানি ও শক্তি সম্পদ মন্ত্রণালয় এই তথ্য জানান।
৫০০ কিলোভোল্ট এই সাবস্টেশনটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে অভিহিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মতিউল্লাহ আবিদ হাফিযাহুল্লাহ। প্রকল্পটি সম্পন্ন হলে সাধারণ মানুষের বিদ্যুৎ সমস্যা অনেকাংশে সমাধান হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, এই প্রকল্পের আওতায় প্রতিবেশী দেশ তুর্কমেনিস্তান হতে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করবে আফগানিস্তান। এই বিদ্যুৎ কাবুল ও তার পার্শ্ববর্তী ১৩টি প্রদেশে বিদ্যুৎ বিভ্রাট হ্রাস করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জনসাধারণের নিকট বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে সাবস্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলে বিবেচনা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকগণ।
আরও পড়ুন:
৫০০ কেভি আরগন্দী সাবস্টেশন নির্মাণ প্রকল্প উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
তথ্যসূত্র:
1.construction of arghandi substation reaches 60%
– https://tinyurl.com/psprnjky
2. Arghandi Kabul 500kV Substation 60% Complete
– https://tinyurl.com/477vdbjs