ভারতের জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। ০৪ জানুয়ারি, শনিবার বন্দিপোরা জেলার উলার ভিউ পয়েন্টের কাছে এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস প্রতিকূল আবহাওয়াকে দায়ী করে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জেলার সদর কুট পায়েন এলাকার কাছে একটি তীক্ষ্ণ বাঁক অতিক্রম করতে গিয়ে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই ঘটে যায় দুর্ঘটনা। টাইমস জানিয়েছে এই ঘটনায় বেশ কিছু সেনা গুরুতর আহত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস বলছে, প্রাথমিকভাবে কয়েকজন সেনা আহত হলে তাঁদের সকলকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সেখানেই আঘাতের জেরে মারা যায় ৩ সেনা। বাকি ২ জনের চিকিৎসা চলছে। এদিকে, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা।
গত ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর একটি ট্রাক বানইয়ের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে হোয়াইট নাইট কর্পসের পাঁচজন সৈনিক নিহত হয় । তারা সবাই পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালন করছিল।
তথ্যসূত্র:
1. Army vehicle falls into gorge in J&K’s Bandipora, 3 soldiers dead
– https://tinyurl.com/5n7vcckw
2.3 Soldiers Die As Army Vehicle Falls Into Gorge In Jammu And Kashmir
– https://tinyurl.com/mt36npf9