গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের নৃশংসতা যেন কোনো ভাবেই থামছে না। গত দুইদিনে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় আরও অন্তত ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এ নিয়ে প্রায় ১৫ মাস ধরে চালানো নৃশংস ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৪৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। খবর আলজাজিরার।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, ০৩ জানুয়ারি, শুক্রবার গাজাজুড়ে দখলদার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার আগের দিন বৃহস্পতিবার আরও ৭৭ জন নিহত হন। এ ছাড়া বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, গাজার ২৭টি স্বাস্থ্যকেন্দ্রে ১৩৬টি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এর ফলে সেখানে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে।
এর আগে গাজার খান ইউনুসের কাছে আল-মাওয়াসি নামক এক তথাকথিত ‘মানবিক অঞ্চল’-এ ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
নিহতদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে ছিল। তাদের বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, শিশুদের জন্য এখন কোনো জায়গাই নিরাপদ নয়-না বোমা থেকে, না ঠান্ডা, রোগ বা ক্ষুধা থেকে। এই ধ্বংসযজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে।
তথ্যসূত্র:
1. At least 150 people have been killed in two days of intense air strikes on Gaza
– https://tinyurl.com/45tkbj5c