ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছে নিম্ন আদালতের ৫০ জন বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তা। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ-১ শাখা থেকে গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) আবুল হাসানাতের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনও আর্থিক সংশ্লিষ্টতা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র:
১. প্রশিক্ষণ নিতে ভারতের ভূপালে যাচ্ছেন ৫০ বিচারক
-https://tinyurl.com/4ncs24dz