কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যাক্ত একটি শুটারগান, ২ রাউন্ড গুলি ও একটি হাত বোমা উদ্ধার করেছে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (০৩ জানুয়ারি) মধ্যরাতে মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম বুলবুলের বাড়ির ছাদে অভিযান চালিয়ে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।
সেনা সদস্যরা জানান, অভিযানের সময় বাড়ির মালিক নুরে আলম বুলবুল বাড়িতে ছিল না। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা সেনা সদস্যরা মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
তথ্যসূত্র:
১. বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার
– https://tinyurl.com/evdvhr3s