মাদারীপুরের কালকিনিতে প্রভাব বিস্তারের জেরে যুবদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শামীম মোল্লাসহ ৫ জন যুবদলকর্মী আহত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, কালকিনি উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী নিয়ে শামীম মোল্লা ও শিকদার মামুনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রেশারেশি চলে আসছিল। তারা দুজনই সভাপতি প্রার্থী হয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে শত্রুতা সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রভাবের প্রতিযোগিতা শুরু হয়।
এদিকে শনিবার (০৪ জানুয়ারী) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধ করতে মাঠে নামে যুবদল সভাপতি প্রার্থী শামীম মোল্লা ও শিকদার মামুনের কর্মী-সমর্থকরা। এ সময় যুবদলের ওই দুই পক্ষ সামনাসামনি হলে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে যুবদলের উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শামীম মোল্লা, তার কর্মী জাহিদ, সম্রাট মোল্লা, মিন্টু ঘরামীসহ ৫ জন আহত হয়।
তথ্যসূত্র:
১. মাদারীপুরে যুবদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/ph5utned