ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। ০৪ জানুয়ারি, শনিবার ভোরে আল-গোউলা নামের ওই পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সাত জনই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এসব তথ্য জানিয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের তোলা ছবিতে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুসহ নিহত ব্যক্তিদের মরদেহ। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা রয়েছেন।
এ হামলা নিয়ে আল-গোউলা পরিবারের প্রতিবেশী আহমেদ মুসা বলেন, ‘বড় একটি বিস্ফোরণে আমাদের ঘুম ভেঙে যায়। সবকিছু কাঁপছিল। (ধ্বংস হওয়া) বাড়িটিতে নারী ও শিশুরা ছিল। সেখানে তাদের সাহায্য করার মতো কেউ ছিলেন না।’
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা পাঁচজন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। মাহমুদ বাসাল বলেন,দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে, যেন মানবিক সহায়তার ওপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে।
এছাড়াও গাজার বিভিন্ন স্থানে আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ০৪ জানুয়ারি, শনিবার উপত্যকাটিতে মোট ৬৬ জন মারা গেছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৪৫ হাজার ৭১৭ জনের মৃত্যু হলো। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।
তথ্যসূত্র:
1. Israeli strikes kill 66 a day after ceasefire talks resume
– https://tinyurl.com/26z6w9rv
2. Death toll of the Israeli genocidal aggression on Gaza surges to 45,717
– https://tinyurl.com/4dbkmm3j