![1736062275-9587b6c64520bc67ce5917a48d178c3e copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/01/1736062275-9587b6c64520bc67ce5917a48d178c3e-copy-696x418.webp)
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল করায় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, টাঙ্গাইল সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত।
গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার ভোরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী ঝটিকা মিছিল করে। পরে শহরের মেইন রোডের পাশে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে তারা পালিয়ে যায়। পরে রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তথ্যসূত্র:
১. টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২
– https://tinyurl.com/y28sb5ws