বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সাথে সীমান্তে এই নিরাপত্তা জোরদার করেছে বলে শনিবার(০৪ জানুয়ারী) ব্রিটিশ ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার ভারতের উত্তর-পূর্বাংশকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার হুমকি দেয়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সুন্দরবনসহ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত অতিক্রমকারী নদীগুলোতে নতুন ভাসমান সীমান্ত চৌকি তৈরি করেছে।
তথ্যসূত্র:
১. সীমান্ত নদীগুলোতে ভাসমান চৌকি বসিয়েছে ভারত
– https://tinyurl.com/4z365czp