মিলান কনকোর্স নামে নতুন একটি গাইডেড মিসাইলের ব্যবহার চালু করেছে তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়

0
76

মিলান কনকোর্স (৯এম১৩৫) নামে একটি নতুন গাইডেড মিসাইল ব্যবহার শুরু করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়টির আর্টিলারি বিভাগ থেকে ১৩ জন তরুণ সদস্য উক্ত বিষয়ে পেশাগত ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই প্রশিক্ষণ কর্মসূচির মেয়াদ ছিল ১ মাস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতিতে তথ্যসমূহ জানানো হয়েছে।

সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় তরুণ সদস্যদের স্নাতক সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টিলারি বিভাগের প্রধান মৌলভী মুহাম্মদ ইয়াকুব মনসুর হাফিযাহুল্লাহ, কমান্ডার মোল্লা সিদ্দিকুল্লাহ মিস্ত্রি হাফিযাহুল্লাহ এবং অন্যান্য অনেক কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য যে, গাইডেড মিসাইলটি দ্বারা সাঁজোয়া ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ও স্বল্প উড়ন্ত হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু করে আক্রমণ পরিচালনা করা সম্ভব হবে ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2k3b2s3t
2. 13 completed training of 9M135 rocket system
– https://tinyurl.com/wkmn33u2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত নদীগুলোতে ভাসমান চৌকি বসিয়েছে ভারত
পরবর্তী নিবন্ধকলেজের সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকররূপে ফিরবে’