রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, উপজেলা আড়পাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে আবেদন করে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল। অন্যদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের আবেদন করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ।
এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল।
এর মধ্যে রবিবার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে আড়পাড়া উচ্চ বিদ্যালয় যায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আহত হয়েছে ৮ জন।
তথ্যসূত্র:
১.রাজশাহীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৮
– https://tinyurl.com/9s24xj5k