ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের ওপর নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের হামলা

0
34

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ায় এবং দোকানের অবৈধ দখলের প্রতিবাদ করায় নোয়াখালীর তিন সমন্বয়কের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নোয়াখালীর জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড মধুসূদনপুর এলাকায় তাদের উপর হামলা চালানো হয়।

আহতরা হল- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমন্বয়ক ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত (২২), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি মামুনুর রশীদ তুষার (২৫) ও গালিব মাহমুদ (২৫) গুরুতর আহত হয়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের সময় মামুনুর রশিদ তুষার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে ছাত্রলীগের হাতে বন্দী বলে সাহায্যের কথা বলে। এরপর নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্তসহ আরো কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে মাইজদীর হসপিটাল রোডে তাদের তিনজনকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে তাদেরকে নোয়াখালী জেনারেল সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী মামুনুর রশীদ তুষার বলেন, ‘নোয়াখালী জেলা শহর মাইজদীর ফ্ল্যাট রোডে লিটন হোন্ডা ওয়ার্কশপের একটি দোকানের অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মধুপুর মাদ্রাসার সামনে দেশী অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। ঘটনাটি জানতে পেরে আমার সহযোদ্ধারা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। ওই সময় আমরা দৌড়ে সুধারাম মডেল থানার সামনে আসি।’


তথ্যসূত্র:
১. নোয়াখালীতে ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের ওপর ছাত্রলীগের হামলা
– https://tinyurl.com/34k6wuzf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্কুল কমিটির সভাপতির পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আহত ০৮
পরবর্তী নিবন্ধইয়েমেনে শত্রুর স্পাই ড্রোন সেন্টারে মুজাহিদদের ড্রোন হামলা