গাজায় একদিনে নিহত ৮৮ ফিলিস্তিনি

0
16

গাজা উপত্যকায় ৫ জানুয়ারি, রবিবার অন্তত ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন ২০৮ জন। তারা মাত্র তিন দিনের মধ্যে অঞ্চলটিতে শতাধিক বোমা হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় ইসরায়েলি বর্বরতায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৮০৫ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৯ হাজার ৬৪ জন আহত হয়েছে।

এদিকে গাজায় দখলদার ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় এক সাংবাদিকসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের সাংবাদিক মোহাম্মদ হিজাজি নিহত হয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার শেইখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া পাঁচজন কে খুঁজে বের করার চেষ্টা করছে। বাসাল বলেন, ‘আমরা সঠিক সরঞ্জাম না থাকায় হাত দিয়েই কাজ করছি।’

এদিকে ওয়াফা জানিয়েছে,উত্তর ও মধ্য গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে নয়জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ওয়াফা আরও জানায়, দখলদার বাহিনী রবিবার সন্ধ্যায় গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের উত্তর-পশ্চিমে, আসদা এলাকায় বোমা হামলা চালিয়েছে । বর্বর এ হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. LIVE: Eighth Gaza baby freezes to death as Israel kills 88 people in a day
– https://tinyurl.com/3dk39ntk
2.88 Palestinians killed as Israel pushes ‘General’s Plan’ into southern Gaza
– https://tinyurl.com/mu9e8r7n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে শত্রুর স্পাই ড্রোন সেন্টারে মুজাহিদদের ড্রোন হামলা
পরবর্তী নিবন্ধএক বছরে গাজার ৮১৫টি মসজিদ ধ্বংস করেছে সন্ত্রাসী ইসরায়েল