চিকিৎসকের অবহেলায় খতনা করতে গিয়ে শিশুর মৃত্যু; এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ

0
32

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খতনা করাতে গিয়ে গত বছরের ৭ জানুয়ারি চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসায় মারা যায় পাঁচ বছরের শিশু আয়ান আহমেদ। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করেন তার বাবা শামীম আহমেদ। কিন্তু এক বছর অতিক্রান্ত হলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। তদন্তের কোনো অগ্রগতি আছে কি না, সে সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে আদালতকে কিছু জানানো হয়নি।

আদালতে মামলার নথি থেকে জানা গেছে, মামলার আসামি বাড্ডার মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড হাসপাতাল ও মেডিকেল কলেজের এনেসথেসিয়া স্পেশালিস্ট ডা. সাঈদ সাব্বির আহমেদ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা মেহজাবিন মামলার সাত দিনের মধ্যেই অর্থাৎ গত বছরের ১৫ জানুয়ারি ঢাকার আদালত থেকে জামিন পায়।

আয়ানের বাবা শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, মামলায় কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। পুলিশ এই মামলায় তাঁকে কোনো সহযোগিতা করছে না। উল্টো মামলা তুলে নিতে তাকে ভয়ভীতি দেখাচ্ছে এজাহারনামীয় দুই চিকিৎসক এবং ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তারা। তিনি বলেন, ভয়ভীতি দেখানোর অভিযোগে তিনি শাহবাগ থানায় এবং পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো ফল পাচ্ছেন না।

শামীম আহমেদ আরও বলেন, মামলার এজাহারে দুজনের নাম দেওয়া হয়। পরে আরও ছয়জনকে আসামি করে আদালতে আবেদন করা হয়। কিন্তু তারা আত্মসমর্পণও করেনি, পুলিশ তাদের গ্রেপ্তারও করছে না। তিনি বলেন, সন্তানের মৃত্যুর ঘটনায় তিনি বিচার পাবেন কি না, তা নিয়েই এখন সংশয়ে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত

শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ২২ জানুয়ারি আয়ানের পরিবারকে কেন ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে। হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২০ ফেব্রুয়ারি মন্তব্য করে, ‘স্বাস্থ্য অধিদপ্তর লোকদেখানো তদন্ত প্রতিবেদন দাখিল করেছে, যা হাস্যকর।’

ওই দিনই হাইকোর্ট পুনরায় তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। কিন্তু দীর্ঘদিনেও ওই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।


তথ্যসূত্র:
১. শিশু আয়ানের মৃত্যু: এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ
– https://tinyurl.com/532ct2yc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসমন্বয়ক পরিচয় দিতে গিয়ে আটক নিষিদ্ধ জঙ্গী ছাত্রলীগ নেতা
পরবর্তী নিবন্ধদেশ ছেড়ে পালানোর সময় আলোচিত আওয়ামী ভুমি মন্ত্রীর ব্যবসায়িক পার্টনার গ্রেফতার