নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ; আহত ১৫

0
23

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে সদরের মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউটে বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজনের অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয়। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা এলে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কয়েকজন সাধারণ শিক্ষার্থী। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


তথ্যসূত্র:
১. ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী
– https://tinyurl.com/2vv5kx34

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশ ছেড়ে পালানোর সময় আলোচিত আওয়ামী ভুমি মন্ত্রীর ব্যবসায়িক পার্টনার গ্রেফতার
পরবর্তী নিবন্ধওয়ার্ড সভাপতির পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আহত ০৬