দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে বিতর্কিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাবসায়িক পার্টনার ও ১৩০০ কোটি টাকা দুর্নীতি মামলার আসামি চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সুমন।
সে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইদ্রিস মিয়ার ভাইপো। ইদ্রিস মিয়া এবার দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদ পেতে জোর লবিং চালাচ্ছে।
রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাবসায়িক পার্টনার তরুণ শিল্পপতি সাইফুল ইসলাম সুমন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে নিশ্চিত করেছে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার।
এদিকে সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা তদন্তাধীন। এ ছাড়া চট্টগ্রামে ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা, পুলিশের ওপর হামলা এবং হাটহাজারীতে হত্যা মামলাসহ আরো তিনটি মামলার আসামি সে। তা ছাড়া পটিয়ার ইদ্রিচ মিয়া নামের এক বিএনপি নেতার অর্থ জোগানদাতা হিসেবে সুমন এলাকায় পরিচিত। তার অবৈধ অর্থের মাধ্যমে সম্প্রতি ইদ্রিচ মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ পদ পেতে তদবির করছে বলে জানা গেছে।
তথ্যসূত্র:
১. পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর ব্যাবসায়িক পার্টনার সুমন গ্রেপ্তার
– https://tinyurl.com/yxc9wbs7