ওয়ার্ড সভাপতির পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আহত ০৬

0
32

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদে প্রার্থিতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) শাহপুর গ্রামের শান্তির বাজারে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার বিকেলে মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। সভায় সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করার সময় শাহ আলম ও সেকান্দর আলী মণ্ডলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহ আলমের লোকজন সেকান্দর ও তার ছেলে বোরহানকে মারধর করে। এর জের ধরে রোববার শাহপুর শান্তির বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, শাহপুর গ্রামে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১. সভাপতি পদ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
– https://tinyurl.com/tuc9bf42

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ; আহত ১৫
পরবর্তী নিবন্ধভারতে দুর্নীতি উন্মোচন করা ‘সাহসী’ সাংবাদিকের লাশ মিলল সেপটিক ট্যাঙ্কে