আমাদের প্রত্যেক যোদ্ধাই পারমাণবিক বোমার মতো: আফগান উপ-পররাষ্ট্রমন্ত্রী

0
8

ইমারতে ইসলামিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্যকালে পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, “তোমরা তোমাদের ক্ষেপণাস্ত্রের নাম রেখেছ বাবর, গজনভি এবং আবদালি। কিন্তু আমার দেশ বাবর, গজনভি এবং আবদালিদের দ্বারা পরিপূর্ণ, যাদের প্রত্যেকেই পারমাণবিক বোমার মতো।”

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিভিন্ন মাদ্রাসার তাকমিল জামাতের স্নাতক ছাত্রদের বিদায়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে খতমে বুখারী অনুষ্ঠান। সম্প্রতি রাজধানী কাবুলে অবস্থিত “আবদুল্লাহ ইবনে মুবারক” (রহমাতুল্লাহি আলাইহি) নামক একটি মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই (হাফিজাহুল্লাহ্)। বক্তব্যে তিনি ছাত্রদের উদ্দেশ্যে উপদেশের পাশাপাশি ইসলামের জন্য আফগান জাতির ত্যাগ ও বীরত্বের কথা উল্লেখ করেন। স্নাতক অনুষ্ঠানে তিনি বহির্বিশ্বের সাথে সুসম্পর্কের জন্য ইমারাতে ইসলামিয়া সরকারের আকাঙ্ক্ষার কথাও জানান।

এসময় তিনি ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি আফগানিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তবে ইমারাতে ইসলামিয়া সরকার শক্তি ও দৃঢ়তার সাথে সেই ষড়যন্ত্রের মোকাবিলা করতে এবং দেশকে রক্ষা করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, “আজকে আমাদের প্রতিবেশীদের মধ্যে, এমন কিছু দেশ রয়েছে, যারা তাদের অস্ত্র নিয়ে গর্ব করে এবং দাবি করে যে, ইমারাতে ইসলামিয়া তাদের অস্ত্রের সামনে কিছুই নয়। আমরা তাদের বলতে চাই যে, আপনি আপনার অস্ত্রের যে নাম দিয়েছেন, তা আমাদের সাথে এখানে উপস্থিত ব্যক্তিদের নামে রাখা হয়েছে। আপনি আপনার ক্ষেপণাস্ত্রের নাম রেখেছেন বাবর, গজনভি এবং আবদালি। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন, আমার দেশ বাবর, গজনভি এবং আবদালিদের দ্বারা পরিপূর্ণ, যাদের প্রত্যেকেই পারমাণবিক বোমার মতো। আমরা যদি মাহমুদ গজনভী, বাবর ও আবদালিদের মাত্র পাঁচ ছেলেকে এই সীমান্ত থেকে তোমাদের দিকে ছেড়ে দেই, তাহলে ভারত মহাসাগরও তাদেরকে আটকাতে পারবে না।”


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mvjnscuf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইসরায়েলের কারাগারে বন্দিদের দুঃস্বপ্ন: নির্যাতনের ক্ষত, ধর্ষণ ও মানসিক অসুস্থতা
পরবর্তী নিবন্ধসীমান্ত নদীগুলোতে ভাসমান চৌকি বসিয়েছে ভারত