ইয়েমেনে শত্রু বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করার তথ্য নিশ্চিত করেছে আল-কায়েদা আরব উপদ্বীপ।
আল-মালাহিম মিডিয়ার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি রবিবার, আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এর অন্তর্গত একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা আনসারুশ শরিয়াহ্ নিশ্চিত করেছে যে, ড্রোনটি যখন শাবওয়াহ রাজ্যে মুজাহিদদের নিয়ন্ত্রণ আল-মুসাইনা এলাকার আকাশে উড্ডীন করছিল, তখন মুজাহিদিনরা সফলভাবে ড্রোনটি গুলি করে ভূপাতিত করেন।