আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা শত্রু বাহিনীর একটি সামরিক যানকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন।
সূত্রমতে, গত ৫ জানুয়ারি রবিবার, ইয়েমেনের আবিয়ান রাজ্যের মুদিয়াহ জেলায় সংযুক্ত আরব-আমিরাত সমর্থিত মিলিশিয়াদের বহনকারী একটি সামরিক যানে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলশ্রুতিতে আমিরাতের ভাড়াটে মিলিশিয়া বাহিনীর অনেক সদস্য হতাহত হয়েছে।
আল-কায়েদা সংশ্লিষ্ট আনসারুশ শরিয়াহ্ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা আইইডি বিস্ফোরণটি এমন এক সময় ঘটিয়েছেন, যখন UAE ভাড়াটেরা সামরিক গাড়িতে করে মুজাহিদদের নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।