ভারতে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলায় নয়জন নিহত হয়েছে। মাওবাদী দমন অভিযান সেরে ফেরার সময় ওই নিরাপত্তা বাহিনীর উপর মাওবাদীরা পাল্টা হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। ওই গাড়িটিকে আইইডি বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়া হয়েছে ।
এনডিটিভির খবর অনুযায়ী, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে একটি গাড়ি উড়িয়ে দেয়ায় আটজন জওয়ান এবং একজন গাড়ি চালক নিহত হয়েছে। নিহতরা একটি অভিযান শেষে ক্যাম্পে ফেরার পথে সোমবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বস্তারের কুত্রু এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বস্তার সুন্দররাজ পি জানিয়েছে, দান্তেওয়াড়া, নারায়ণপুর, বস্তার ও বিজাপুর থেকে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ও সিআরপিএফ জওয়ানরা মাওবাদী অভিযান থেকে ফিরছিল।
৬ জানুয়ারি, সোমবার বিকেলে কুতরু থানার আম্বেলি গ্রামের কাছ দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি আইইডি বিস্ফোরণে বিধ্বস্ত হয়।
এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে জেলা রিজার্ভ গার্ডের আটজন সৈন্য এবং একজন চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কয়েকজন জওয়ান গুরুতর আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় মাওবাদী দমন অভিযান শুরু করেছিল যৌথবাহিনী। সেই সময় দুই পক্ষের গুলি বিনিময়ে একজন জওয়ান এবং চারজন মাওবাদীর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র:
1. 9 Killed After Maoists Blow Up Security Vehicle In Chhattisgarh
– https://tinyurl.com/ddfkrc6e