গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এ হামলায় মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে।
৬ জানুয়ারি, সোমবার ওয়াফা নিউজ এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বর্বর ইসরায়েলি হামলায় আরো ৭৫ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে মোট আহত হয়েছেন আরো অন্তত এক লাখ ৯ হাজার ১৩৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা আরো বেশি। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় ধ্বংস হয়েছে অবরুদ্ধ উপত্যকার সিংহভাগ ঘরবাড়ি, হাসপাতাল। তীব্র শীতে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন গাজার লাখ লাখ মানুষ।
তথ্যসূত্র:
1. Gaza death toll from Israel’s deadly aggression surpasses 45,854
– https://tinyurl.com/28m8pav3
2. Israeli attacks kill 48 more Gazans as death toll passes 45,850
– https://tinyurl.com/4rtuuzvk