রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনের নামের পরিবর্তন করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী শেখ কামাল ভবনের নাম পরিবর্তন করে এম মাহবুবুজ্জামান একাডেমিক ভবন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে প্রশাসনিক ভবন, টিএসসি কমপ্লেক্সের নাম শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স পরিবর্তন করে শেকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং ড. এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র।
এ ছাড়া বিভিন্ন হলের নাম পরিবর্তন করা হয়েছে।
শেখ লুৎফর রহমান হলের নাম বিজয় ২৪ হল, কৃষকরত্ন শেখ হাসিনা হলের নাম বেগম রোকেয়া হল, শেখ সায়েরা খাতুন হলের নাম অপরাজিতা ২৪ হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বেগম সৈয়দুন্নেসা হল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদ গেট।
তথ্যসূত্র:
১. শেখ পরিবারের নামে থাকা শেকৃবির বিভিন্ন ভবনের নাম পরিবর্তন
– https://tinyurl.com/5bkajap6