চোরাচালানের অভিযোগে সীমান্ত থেকে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্র গণমাধ্যমকে জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কসবা উপজেলার কুইয়াপাইকা নামন স্থান থেকে আটক করা হয়, ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়ার বিমল দেব (৩৬), একই এলাকার তমে দেব বর্মা (৩৩) ও দোজন দেববর্মাকে (৩৫)। কালিকাপুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয় মধুপুর থানার বাদশা মিয়াকে (৩০)।
এছাড়া কুমিল্লা জেলার সংকুচাইল এলাকা থেকে বক্সনগর থানার নজরমোড়া গ্রামের মো. হোসেন মিয়াকে (৫৮) আটক করে বিজিবি। হোসেন মিয়া সাইকেল দিয়ে চিনি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের চার থেকে পাঁচশ’ গজ অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারত থেকে চোরচালান পণ্য পাচারে সহায়তা ও পাচার কাজের জন্য তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল।
তথ্যসূত্র:
১. ৫ ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/4rmvejet