হাসিনার ১৬ বছরের শাসনামলে ৫৮৮ বাংলদেশিকে হত্যা করেছে বিএসএফ

0
56

বাংলাদেশ-ভারত সীমান্তে বিগত সাড়ে ১৬ বছরে ৫৮৮ জনকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (০৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা অধিকার।

অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মোট ৫৮৮ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। এই সময়ে আহত হয়েছে আরো ৭৭৩ জন বাংলাদেশি নাগরিক।

প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০০৯ সালে। ওই বছর বিএসএফের হাতে মোট হতাহতের শিকার হন ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ৯৮ জনকে হত্যা করা হয়েছে। আর ৭৭ জন আহত হয়েছে।

এ ছাড়া ২০১০ সালে ৭৪ জন, ২০১১ সালে ৩১ জন, ২০১২ সালে ৩৮ জন, ২০১৩ সালে ২৯ জন, ২০১৪ সালে ৩৫ জন, ২০১৫ সালে ৪৪ জন, ২০১৬ সালে ২৯ জন, ২০১৭ সালে ২৫ জন, ২০১৮ সালে ১১ জন, ২০১৯ সালে ৪১ জন, ২০২০ সালে ৫১ জন, ২০২১ সালে ১৭ জন, ২০২২ সালে ১৮ জন, ২০২৩ সালে ২৮ জন ও ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ১৯ জনকে হত্যা করেছে বিএসএফ।


তথ্যসূত্র:
১. ১৬ বছরে সীমান্তে ৫৮৮ হত্যা
– https://tinyurl.com/ey3hwsf2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে প্রবেশকালে সীমান্তে আটক ০৫ ভারতীয় চোরকারবারী
পরবর্তী নিবন্ধচাঁদার জন্য মাদ্রাসার মাটি নেওয়া আটকে দিল বিএনপি নেতা