চলতি বছরে (১৪০৩ হিজরি সৌরসাল) ১৬২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা জানিয়েছেন পাকতিকা প্রদেশের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের কর্মকর্তাগণ। এতে ব্যয় হয়েছে ২৪ কোটি আফগানি।
উক্ত বিভাগের প্রাদেশিক পরিচালক মৌলভী খান মুহাম্মদ আহমদ জানান, বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে এই সকল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এগুলোর মধ্যে রক্ষণাবেক্ষণ প্রাচীর নির্মাণ, খাল সংস্কার, সড়ক ও ১৮টি পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, আগামী বছর পাকতিকা প্রদেশের কেন্দ্রীয় ও অন্যান্য জেলায় আরও বৈচিত্র্যময় প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট বিভাগের।
এদিকে প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রদেশটির স্থানীয় বাসিন্দাগণ। এই সকল প্রচেষ্টা স্থানীয় অধিবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে, এছাড়া এর ফলে যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলেও তাঁরা মতামত ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র:
1. Paktika Completes 162 Development Projects Worth 240 Million AFN
– https://tinyurl.com/53npmyd9