আরো ৮৯টি অকেজো সামরিকযান মেরামত করেছে ইমারতে ইসলামিয়া

0
104

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুনভাবে ৮৯টি অকেজো সামরিকযান মেরামত করেছে। এইসব যান এখন ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত।

গত ৭ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ২০৭ আল-ফারুক সেনা কোরের প্রযুক্তিগত বিভাগের সেনা সদস্যরা এই সামরিকযান গুলো মেরামত করেছেন। মেরামতের জন্য তারা গত তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেরামতকৃত যানবাহনগুলির মধ্যে রয়েছে: ৩৪টি হ্যামভি ট্যাংক, ৩৭টি ইন্টারন্যাশনাল ট্রাক, ৪টি অ্যাম্বুলেন্স, ৩টি টিলার ট্রাক, ১টি লোডার ববক্যাট, ২টি ফর্কলিফট, ১টি ট্যাঙ্কার, ২টি ক্রেন, ৩টি ফায়ার ফাইটিং ট্রাক এবং ২টি ডাম্প ট্রাক।

উল্লেখ্য যে, আফগানিস্তান থেকে দখলদার মার্কিন-ন্যাটো জোটের অপ্রত্যাশিত পতনের কারণে অসংখ্য সামরিকযান ও অস্ত্র দেশটি থেকে সরাতে ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী এসব সামরিকযান নষ্ট করে রেখে যায়, যাতে পরবর্তীতে কেউ ব্যবহার করতে না পারে। তবে ইমারতে ইসলামিয়া প্রশাসন ক্ষমতা গ্রহণের পর এসব সামরিকযান ও অস্ত্র মেরামত শুরু করে এবং এখন পর্যন্ত অসংখ্য সামরিক যান পুনরুদ্ধার ও মেরামত করা হয়েছে।


তথ্যসূত্র:
1. د ۲۰۷ الفاروق قول اردو په درېیمه لواء کې ۸۹ عرادې وسایط ترمیم شول
– https://tinyurl.com/5eehvzf5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ
পরবর্তী নিবন্ধবুরকিনায় আল-কায়েদার বীরত্বপূর্ণ ৯ অভিযান: ৪টি শত্রু ঘাঁটি বিজয়