নোয়াখালীর সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ব্যাপক ভাংচুর হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসপাতাল রোডের সিটি হসপিটাল প্রাইভেটের মূল ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে ওঠে। ঘটনার পর পরই স্থানীয়রা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি দাবি করে হাসপাতালে ভাংচুর চালায়।
গণমাধ্যমের বরাতে জানা যায় জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল সড়কের সিটি হসপিটাল প্রাইভেটের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে হাসপাতালের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ বিএনপি সমর্থকরা হাসপাতালে ব্যাপক ভাংচুরের চালায়।
তথসূত্র:
১. হাসপাতালের ডিসপ্লেতে ফের ভেসে উঠল ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
– https://tinyurl.com/ycxkvkpc