খনিজ সম্পদে ভরপুর ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বামিয়ান প্রদেশে ৬৯টি খনি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৭টি খনিতে বর্তমানে খনিজ উত্তোলন প্রক্রিয়া চলছে। এ খনিগুলোর মধ্যে রয়েছে কয়লা, মূল্যবান পাথর, সীসা এবং জিঙ্ক।
৮ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাখতার নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, বামিয়ানের চারটি এলাকায় খনি থেকে সীসা ও জিঙ্ক উত্তোলনের কাজ চলছে। এইসব খনি ১৮ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং সাতটি ব্লকে ভাগ করা হয়েছে।
বামিয়ান প্রদেশের খনিজ ও তেল অধিদপ্তরের প্রধান নিয়ামতুল্লাহ আব্বাস হাফিযাহুল্লাহ জানান, শীঘ্রই এসব খনির উত্তোলন কাজ টেন্ডারের জন্য উন্মুক্ত করা হবে। বর্তমানে এ খনিগুলোর মাধ্যমে ৪৩৪ জন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তিনি আরও জানান, খনিজ উত্তোলনের জন্য কাঁচামাল প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আরও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়।
উল্লেখ্য যে, আফগানিস্তান বিশ্বব্যাপী খনিজ সম্পদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। দেশটিতে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, বিশেষ করে তামা, সোনা, কয়লা, সীসা, জিঙ্ক, লিথিয়াম, গ্যাস, তেল, মূল্যবান পাথর এবং অ্যান্টিমনি। এসব খনিজ সম্পদ আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশাল সম্ভাবনা সৃষ্টি করেছে।
তথ্যসূত্র:
1. Bamyan Identifies 69 Mines, 17 Currently Under Extraction
– https://tinyurl.com/3xvxv84m