ভারতে অস্ত্রচালনা প্রশিক্ষণের আয়োজন করলো উগ্রবাদী হিন্দুরা

0
64

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর অঙ্গসংগঠন ‘শ্রীরাম সাইনি’ হিন্দু যুবকদের মাঝে অস্ত্রচালনা প্রশিক্ষণ দিয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ভারতে কর্ণাটকের বাগালকোট জেলায় এই প্রশিক্ষণের আয়োজন করে তারা।

স্থানীয় ঝমাখান্ডি নামক একটি গ্রামে এই প্রশিক্ষণ আয়োজন করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রশিক্ষণের একাধিক ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিও গুলোতে দেখা যায় স্থানীয় হিন্দু যুবকদের মাঝে অস্ত্রচালনা প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এই অস্ত্রচালনা প্রশিক্ষণ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। কী উদ্দেশ্যে তারা এই প্রশিক্ষণ পরিচালনা করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।

আত্মরক্ষার নামে হিন্দু যুবকদের মাঝে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে উগ্রবাদী এই সংগঠনটি।

গত দুই বছর আগেও উগ্র হিন্দুত্ববাদী বজরং দল একটি স্কুলে এই ধরণের অস্ত্রচালনা প্রশিক্ষণ আয়োজন করেছিল।


তথ্যসূত্র:
1. Sri Ram Sene Organises Arms Training Camp In Karnataka’s Bagalkot; Police Investigation Underway
– https://tinyurl.com/y4dt2b42

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বামিয়ান প্রদেশে ৬৯টি খনি শনাক্ত, ১৭টি খনিতে উত্তোলন কাজ চলছে
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবক