সুনামগঞ্জে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবক

0
21

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার আগে সীমান্ত এলাকায় গরু আনতে গেলে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার আগে সাইদুল ইসলাম সীমান্ত এলাকায় গরু আনতে গেলে নো-ম্যানস ল্যান্ডের কাছাকাছি পৌঁছান। তখন বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, সাইদুলের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের বুলেট তার শরীরে লেগেছে।


তথ্যসূত্র:
১. বিশ্বম্ভরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ
-https://tinyurl.com/yc6fvdxd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে অস্ত্রচালনা প্রশিক্ষণের আয়োজন করলো উগ্রবাদী হিন্দুরা
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে আঞ্চলিক গভর্নর সহ ১০ সেনা হতাহত