দখলকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সাব ইন্সপেক্টর আত্মহত্যা করেছে। গত ০৭ জানুয়ারি ভারতীয় কাশ্মীর মিডিয়া সার্ভিস এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, রাজনাথ প্রসাদ (৫৫) নামক ওই সাব ইন্সপেক্টর রাইসি জেলার কাটরা এলাকায় কর্তব্যরত অবস্থায় নিজের নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করে।
নিহত ওই কর্মকর্তা বিহারের বাসিন্দা ছিল। সার্ভিস রাইফেল দিয়ে সে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।
২০০৭ সাল থেকে এই পর্যন্ত দখলকৃত জম্মু কাশ্মীরে ৬১৭ জন দখলদার ভারতীয় সৈন্য আত্মহত্যা করেছে।
তথ্যসূত্র:
1. Indian CRPF officer commits suicide in Reasi
– https://tinyurl.com/bddvb8zk