সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত মোগাদিশু প্রশাসনের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের সামরিক অপারেশন অব্যাহত রয়েছে। ফলে গত মঙ্গলবারও দেশটিতে শাবাবের ৩টি পৃথক অভিযানে স্থানীয় এক গভর্নর সহ অন্তত ১০ সেনা সদস্য হতাহত হয়েছে
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাবের বিস্ফোরক ব্রিগেডের যোদ্ধারা গত ৭ জানুয়ারি মঙ্গলবার, দক্ষিণ সোমালিয়ায় মোগাদিশু প্রশাসনের সামরিক বাহিনীকে লক্ষ্য করে একটি বিস্ফোরক ডিভাইসের সফল বিস্ফোরণ ঘটিয়েছেন।
অভিযানেটি শাবেলি রাজ্যের মার্কা শহরের উপকণ্ঠে বোফো এলাকায় মোগাদিশু সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যদের লক্ষ্য করে চালানো হয়। ফলশ্রুতিতে গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত অন্তত ৬ সেনা আহত হয়, যাদের মধ্যে এক সেনার অবস্থা গুরুতর ছিলো।
এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা একটি গেরিলা অপারেশন পরিচালনা করেন রাজ্যটির দিনসুর জেলায়। মুজাহিদিনরা পরিকল্পিত এই অপারেশনটি পরিচালনা করেন দিনসুর জেলার স্থানীয় গভর্নর “হাসান মোহাম্মদ মায়ো” কে টার্গেট করে। এতে ঘটনাস্থলেই গবর্নর মায়ো নিহত হয়।
এমনিভাবে সোমালিয়ার কেন্দ্রীয় হিরান রাজ্যেও মঙ্গলবার একটি সফল অভিযান পরিচালনা করেন মুজাহিদিনরা। অভিযানটি রাজ্যের বালদাউইন এবং বলুবার্দি শহরের উপকণ্ঠে মোগাদিশু বাহিনীর একটি সামরিক ইউনিটের সাথে সংঘটিত হয়। এসময় মুজাহিদদের কৌশলি হামলায় পরাস্ত হয় মোগাদিশু বাহিনী, নিহত হয় ২ সেনা এবং আহত হয় তৃতীয় আরেক সেনা। বাকি সৈন্যরা জীবন বাঁচাতে পিছু হটতে বাধ্য হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/abcu7j8z