জ্বালানি সংকটে গাজার নাসের হাসপাতাল বন্ধ ঘোষণা

0
22

অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালও। এ সব হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এরই মধ্যে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে গাজার নাসের হাসপাতালে। এ কারণে হাসপাতালটির জরুরি সেবা ব্যতীত সব ধরনের সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

৮ জানুয়ারি, বুধবার মিডিল‌ ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি তথ্যকেন্দ্র খান ইউনিসের নাসের হাসপাতালকে উদ্ধৃত করে জানিয়েছে, জ্বালানি সঙ্কটের কারণে গাজার দক্ষিণাঞ্চলীয় শহরের এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি নিবিড় পরিচর্যা ইউনিট ও অস্ত্রোপচার কক্ষ ছাড়া সব ধরনের স্বাস্থ্যসেবা দেয়া বন্ধ করে দিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ‘সত্যিকারের বিপর্যয়ের বিষয়ে’ সতর্ক করার এক দিন পরই এই ঘোষণা এলো। গাজার কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে জ্বালানি মজুদ নেই। জ্বালানি সংকট হাসপাতাল, অক্সিজেন স্টেশন, ওষুধের রেফ্রিজারেটর ও নার্সারিগুলোকে হুমকির মুখে ফেলেছে।

চিকিৎসা সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রতিদিন কমপক্ষে ৫,৫০০ লিটার ডিজেল জ্বালানি প্রয়োজন। কমপ্লেক্সটি জ্বালানী সরবরাহ করার জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি বন্ধ ঘোষণা করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী একদিকে এসবের নিরাপত্তার কথা বলে আরেক দিকে জ্বালানি ট্রাকসহ কনভয়গুলোকে চোর ও দস্যুদের দিয়ে চুরি করতে সহায়তা করে।


তথ্যসূত্র:
1. Khan Yunis medical complex suspends services due to fuel shortage
– https://tinyurl.com/2p8xpczz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে আঞ্চলিক গভর্নর সহ ১০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে সহায়তা প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখ্যান করেছে তালিবান