আফগানিস্তানে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ইমারতে ইসলামিয়া সরকার। ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ’র দেয়া এক বিবৃতিতে তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন।
বরং আফগানিস্তানে সহায়তার সব ধরনের পথ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, এমনকি ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে আফগান জনগণের কোটি কোটি ডলার জোরপূর্বক জব্দ করে রেখেছে তারা।
এর বিপরীতে আমেরিকা যা দাবি করেছে তা মূলত আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সম্পর্কিত ব্যয়। এছাড়া মার্কিন বাহিনীর সাথে পালিয়ে যাওয়া তাদের মিত্র আফগানদের পুনর্বাসনের জন্য এই অর্থ ব্যয় করেছে তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট ইমারতে ইসলামিয়া সরকার কোনো ধরনের সহায়তার প্রত্যাশা রাখে না বলে তিনি পুনর্ব্যক্ত করেন। এটি ইমারতে ইসলামিয়ার বিরুদ্ধে আমেরিকার নেতিবাচক বয়ান প্রচারের প্রচেষ্টা বলেও তিনি মন্তব্য করেছেন।
উল্লেখ্য যে, বিগত ৭ই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে যে, ওয়াশিংটন কেবল মিলিয়ন মিলিয়ন নয়, বরং বিলিয়ন বিলিয়ন ডলার আফগানিস্তানকে সহায়তা প্রদান করেছে। এই কারণে সে প্রাক্তন বাইডেন প্রশাসনকে দোষারোপ করে। এর বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে উক্ত বিবৃতি প্রদান করেছে তালিবান প্রশাসন।
তথ্যসূত্র:
1. Islamic Emirate of Afghanistan Denies US Aid Claims