গাজায় আরেকটি মারকাভা ট্যাংক ধ্বংস, ৩ দখলদার সেনা নিহত

0
23

ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের উপর ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে আল কাসসাম ব্রিগেডের মুজাহিদিনরা। ৮ জানুয়ারি, বুধবার মুজাহিদিনদের হামলায় উড়ে গেছে বিখ্যাত ইসরায়েলি ট্যাংক মারকাভা। এতে তিন ইসরায়েলি হানাদার সেনা প্রাণ হারিয়েছে। একইসঙ্গে আরও তিনজন গুরুতর আহত হয়েছে।

দখলদার ইসরায়েলি বাহিনীর বরাতে ৯ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

নিহত তিন সেনা হল- স্টাফ সার্জেন্ট মাতিতাহু ইয়াকভ পেরেল, (২২), স্টাফ সার্জেন্ট কানাও কাসা (২২) এবং স্টাফ সার্জেন্ট নেভো ফিশার (২০)। এরা সবাই ৪০১তম আর্মড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নে কাজ করত। একই ঘটনায় গুরুতর অবস্থায় একজন অফিসারসহ আরও তিন সেনা আহত হয়েছে।

এ নিয়ে শুধুমাত্র উত্তর গাজাতেই দখলদার ইসরায়েলি সেনার মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০১ জনে। যদিও এই সংখ্যা আরও অনেক বেশি। জনরোষ ও ব্যর্থতা ঢাকতে সেনাদের মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করে ইসরায়েল।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সেনারা বেইত হানুন এলাকায় একটি অপারেশনে যাচ্ছিল। পথে আল কাসসামের মুজাহিদিনদের পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ট্যাংক ধ্বংস হয়ে তিন সেনার মৃত্যু হয়।

ওই এলাকায় অপারেশন চালাতে গিয়ে আগের দুই দিনে পৃথক ঘটনায় আরও তিনজন সৈন্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রায় দেড় বছর ধরে ভয়াবহ হামলা চালিয়ে গাজাকে ধ্বংস করে দিলেও হামাসকে দমাতে পারেনি ইসরায়েল। গত দুই সপ্তাহে গাজা থেকে ইসরায়েলে ২০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। প্রাণ হারিয়েছে অন্তত ১০ দখলদার সেনা।

গত ৪ জানুয়ারি আল-কাসসাম ব্রিগেড জানিয়েছিল, তারা জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে চারটি ট্যাংক ধ্বংস করেছে। এছাড়া তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরায়েলের একটি সাঁজোয়া যানকে ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই সাঁজোয়া যানটি ধ্বংস করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে অন্তত পাঁচটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে মুজাহিদিনরা, যা দখলদার ইসরায়েলের জন্য লজ্জাজনক হিসেবে দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
1. 3 soldiers killed in northern Gaza fighting, raising ground offensive toll to 401
– https://tinyurl.com/mrd4nnns
2.3 Israeli soldiers killed in N. Gaza
– https://tinyurl.com/2c5sn6y4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০