কাবুলে হিফজুল কোরআন শিক্ষার্থীদের স্নাতক সংবর্ধনা প্রদান করলেন মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ

0
1

দ্বীনি শিক্ষার প্রতি সর্বদাই আন্তরিকতা দেখিয়ে এসেছে ইমারতে ইসলামিয়া সরকার। গত ৯ই জানুয়ারি রাজধানী কাবুলে অবস্থিত জামিয়া ফাতহুল উলুম মাদ্রাসার কোরআনে হাফিজ শিক্ষার্থীদের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ।

এছাড়া ইমারতে ইসলামিয়ার বেশ কয়েকজন কর্মকর্তা, আলেমে দ্বীন, প্রবীণ ও স্থানীয় বাসিন্দাগণ এতে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ। দেশের জ্ঞান ও শিক্ষাকেন্দ্রসমূহ সক্রিয় ও সমৃদ্ধ হয়ে উঠছে বলে তিনি গর্ব প্রকাশ করেন। এই সকল শিক্ষাকেন্দ্র থেকে শিশুদের উপকৃত হবার গুরুত্ব তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

জ্ঞান ও প্রজ্ঞায় বরকত লাভ করতে তিনি দেশবাসীর জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণে সহযোগিতা ও শিক্ষা প্রদানের ক্ষেত্রে সব ধরনের কষ্ট সহ্য করতে তিনি মাদ্রাসা শিক্ষকদের প্রতি নসিহত করেন।

উক্ত মাদ্রাসা থেকে স্নাতক সম্পন্নকারী কোরআনের হাফিজ ও তাদের পরিবারকে অভিনন্দন জানান উপপ্রধানমন্ত্রী। অর্জিত জ্ঞানকে দ্বীন ইসলাম, দেশ ও জাতির সেবায় প্রয়োগ করতে তিনি ছাত্রদের উৎসাহিত করেন।


তথ্যসূত্র:
1. Economic Deputy PM Attends Graduation of Jamia Fath-ul-Uloom Kabul
– https://tinyurl.com/4ndpu2fe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে শত্রুর অবস্থানে আল-কায়েদার একাধিক সফল ড্রোন ও স্নাইপার হামলা
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে উগান্ডান সরবরাহ কনভয়ে শাবাবের অতর্কিত আক্রমণ: হতাহত ১১ শত্রুসেনা