ভিডিও || আফগানিস্তানের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে

0
78

আফগানিস্তানের বার্ষিক বাণিজ্যের পরিমাণ
১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে

আফগানিস্তানের বার্ষিক বাণিজ্যের পরিমাণ এখন ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিভিন্ন দেশের সাথে মোট ১২.৪২ বিলিয়ন ডলারের বাণিজ্য লেনদেন করেছে, যার মধ্যে রপ্তানি করা হয়েছে ১.৮০ বিলিয়ন ও আমদানি করা হয়েছে ১০.৬১ বিলিয়ন ডলার।

এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৮.৮১ বিলিয়ন, যেখানে মোট বাণিজ্যের ১৫ শতাংশ রপ্তানি এবং ৮৫ শতাংশ আমদানি। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বর্তমানে রপ্তানি এখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। রপ্তানিতে ৪ শতাংশ হ্রাসকে অর্থনীতির স্থিতিশীলতার একটি লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাম্বল থেকে ভিডিও দেখুন:

বিটকিউট থেকে ভিডিও দেখুন:

রাম্বল লিংক: https://rumble.com/v68igcg–al-firdaws.html?e9s=src_v1_ucp

বিটকিউট লিংক: https://www.bitchute.com/video/X1SgmZtDNiTA

আর্কাইভ লিংক: https://archive.org/details/afghanistans-annual-trade-is-12-billion

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির নিওরো শহরের ৩টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আল-কায়েদা
পরবর্তী নিবন্ধগাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিহত আরও ২৮