‘তুরস্ক থেকে ট্যাংক কিনছে বাংলাদেশ’ – ইন্ডিয়া টুডের ভুয়া প্রতিবেদন

1
108

বাংলাদেশ সরকার তুরস্কের কাছ থেকে ট্যাংক কিনছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৩ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ তুর্কি ট্যাংক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, ‘এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে।’

এদিকে ইন্ডিয়া টুডের ভুয়া প্রতিবেদনে দাবি করা হয়, সীমান্তে তুরস্কের নজরদারি ও কমব্যাট ড্রোন ‘বায়রাকতার’ মোতায়েনের পর তুরস্কের ২৬টি ‘তুলপার’ ট্যাংক ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তুরস্ক ও ইতালির যৌথ উদ্যোগে নির্মিত তুলপার ট্যাংকগুলো বাংলাদেশের জলাভূমি, বন্যাপ্রবণ এলাকা ও দুর্গম অঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী। উচ্চ গতিশীলতা, উন্নত সুরক্ষা ও বহুমুখী ব্যবহারের সুবিধাসম্পন্ন এসব ট্যাংক সীমান্ত এলাকায় বাংলাদেশের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা বৃদ্ধি করেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করতেই ইসলামাবাদ ও আঙ্কারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ঢাকা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে। অন্যদিকে তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ঢাকার সামরিক সরবরাহের উৎস বৈচিত্র্যময় করতে সাহায্য করছে।


তথ্যসূত্র:
১. তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাংক কেনার ভারতীয় সংবাদটি ভুয়া: প্রেস উইং
– https://tinyurl.com/5n6jyb2v

১টি মন্তব্য

Leave a Reply to Fahim Islam প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ; আতঙ্কে দিন পার করছে এলাকাবাসী
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; নিহত ০১