ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। দখলদার দেশটির বর্বর হামলায় এক দিনে আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭১ জন।
এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়ার চলমান আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন লক্ষাধিক।
বার্তাসংস্থা আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৮৪ জনে পৌঁছেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময় হামলায় আরও ৭১ জন আহত হয়েছেন। তাদের নিয়ে এক লাখ ৯ হাজার ৭৩১ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। সন্ত্রাসী ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
তথ্যসূত্র:
1. By day 465 of Israeli genocide in Gaza: 46,584 killed, 109,731 injured
– https://tinyurl.com/f8ke8buc