ভয়াবহ দাবানলে পুড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠছে লস অ্যাঞ্জেলেসের এ দাবানল। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপদজনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘড় ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন।
গত এক সপ্তাহ ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ভয়াবহ পরিস্থিতি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে। প্রাণপন চেষ্টায়ও আগুন বাগে আনতে পারছেন না ফায়ার ফাইটাররা। এরমধ্যেই বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পুড়তে শুরু করেছে দক্ষিণে ভেনচুরা কাউন্টি।
১২ জানুয়ারি, রবিবার রাত থেকেই বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ স্যান্টা অ্যানার গতিবেগ। যা ১৪ জানুয়ারি, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার কথা। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট চিফ অ্যানথনি ম্যারোন জানান, বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কম থাকবে যে কারণে দাবানলের সতর্কতা জারি থাকবে।
লস অ্যাঞ্জেলসে এখনও নিয়ন্ত্রণহীন তিনটি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুড়েছে অঞ্চলটির সাড়ে ৪০ হাজার একরের বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত ১২ হাজার ৩শ’র বেশি স্থাপনা। নতুন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে এক লাখ মানুষকে।
এছাড়া হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না আগুন। এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস কাউন্টির ছয়টি প্রধান দাবানলের মধ্যে দুটি এখনও জ্বলছে। এর মধে প্যালিসেডের আগুনে পুড়ে গেছে ২৩ হাজার ৭১৩ একর জমি এবং পুড়ে গেছে, ইটনে দাবানলে পুড়ে গেছে ১৪ হাজার ১১৭ একর জমি।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, লস অ্যাঞ্জেলসে দাবানলের কারণে কমপক্ষে ২৪ জন মারা গেছে। এর মধ্যে ইটনে ১৬ জন এবং প্যালিসেডে আটজন মারা গেছে। দুটি এলাকায় আরও ২৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছে।
তথ্যসূত্র:
1. Dangerous winds return to Los Angeles area, threatening to fan deadly flames
– https://tinyurl.com/y593rnnj
2.Where are the LA fires still burning, and why are they so destructive?
– https://tinyurl.com/mtyathpd