দখলদার ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৪ জানুয়ারি, মঙ্গলবার অন্তত ৬১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৮১ জন। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন শুরু করেছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী আগ্রাসন শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট ৪৬ হাজার ৬৪৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার ১২ জন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি”।
তথ্যসূত্র:
1. Health ministry in Gaza says 61 killed in 24 hours
– https://tinyurl.com/k73w2b7d
2. Israeli attacks kill 61 more Gazans as death toll passes 46,600
– https://tinyurl.com/3z7bybs3