মালিতে জান্তা বাহিনীর সামরিক ক্যাম্প বিজয়ে ‘জেএনআইএম’ এর দুঃসাহসী অভিযান

0
18

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা সংশ্লিষ্ট মুজাহিদিনরা সম্প্রতি মালির কেন্দ্রীয় অঞ্চলে জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বড় ধরণের অপারেশন পরিচালনা করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা যায়, গত ৮ জানুয়ারি বুধবার, মালির মোপ্তি রাজ্যের দিয়াঙ্গাসাগৌ শহরে একটি সামরিক অপারেশন পরিচালনা করছেন। প্রায় দেড়শো মুজাহিদের সশস্ত্র একটি দল শহরে অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযানটি পরিচালনা করেন। ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদদের অভিযানটি বিকাল ৫টার দিকে শুরু করা হয় এবং তা সন্ধ্যার পরেও দীর্ঘসময় চলতে থাকে।

ফলশ্রুতিতে মালির জান্তা বাহিনীর কয়েক ডজন সৈন্য নিহত এবং আহত হয়, অন্য সৈন্যরা ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। যদিও জান্তা বাহিনী তাদের পরাজয় ঢাকতে দাবি করে যে, অভিযানে তাদের ৬ সেনা নিহত হয়েছে এবং তারা মুজাহিদদের হামলা প্রতিহত করেছে।

অপরদিকে ‘জেএনআইএম’ এর অফিসিয়াল মিডিয়া শাখা আয-যাল্লাকা থেকে নিশ্চিত করা হয়েছে যে, মুজাহিদিনরা শত্রু বাহিনীর পলায়নের পর সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন। এসময় মুজাহিদিনরা জান্তা বাহিনী থেকে গনিমত হিসাবে জব্দ করেন ৪টি সামরিক যান, ২টি দুশকা, ৫টি পিকা, ১১টি ক্লাশিনকোভ, ৪১টি গোলাবারুদের বাক্স এবং ৭টি আরপিজি শেল সহ অন্যান্য আরও অনেক সামরিক সরঞ্জাম।


তথ্যসূত্র:
١- السيطرة على معسكر للعدو في (جانغانسغو)
– https://tinyurl.com/25crfp2w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে মুসলিম মালিকানাধীন দোকান ভেঙে ফেলার হুমকি দিল হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধআমেরিকা যেনো হয়ে দাঁড়িয়েছে একখন্ড গাজা