ভারতের মালদা জেলার শামসি এলাকায় মুসলিম সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, একটি সাপ্তাহিক বাজারে স্টল নিয়ে বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হত্যার পর ঘটনাস্থাল থেকে পালিয়ে যায় আক্রমণকারী দুই হিন্দু যুবক।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, নিহত ৭৫ বছর বয়সী ওই মুসলিম সবজি বিক্রেতা মালদায়ের দেবিপুর এলাকার বাসিন্দা।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সাপ্তাহিক একটি সবজির পাইকারি হাটে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসে। ওই হাটে ভুক্তভোগী মুসলিম সবজিবিক্রেতার সাথে অন্য এক সবজী বিক্রেতার বিরোধ দেখা দেয়। ওই সময় তিন জন হামলাকারী তার উপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তারা নিহত মুসলমান সবজি বিক্রেতার বুকে আঘাত করে, তারপরেই সংবিৎ হারিয়ে ফেলেন ওই মুসলিম।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তথ্যসূত্র:
1.West Bengal: Tension Grips Malda As Muslim Vegetable Seller Beaten to Death
-https://tinyurl.com/mr3n4h2k