লস অ্যাঞ্জেলেসে দাবানল: মৃত বেড়ে ২৭

0
53

লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এখনো নিখোঁজ কমপক্ষে ৩১ জন। ভূমিধ্বসের শঙ্কায় আরো এক সপ্তাহ বাড়ি না ফিরতে বাসিন্দাদের অনুরোধ করেছেন শহরের পুলিশ প্রধান। এদিকে লুটের সঙ্গে জড়িত প্রায় ১০০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বাড়ছে দাতব্য সংস্থার নামে ভুয়া তহবিল সংগ্রহের অভিযোগ।

লস অ্যাঞ্জেলেসে আগামী সপ্তাহে ঝড়ো হাওয়া সান্তা অ্যানা শুরুর পূর্বাভাস থাকায় বাড়ি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে ৮২ হাজার মানুষকে। আরো ৯০ হাজার বাসিন্দা রয়েছে সতর্কতার আওতায়।দমকলকর্মীরা দাবানল নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ঝড়ের কারণে দাবানল আরও বৃদ্ধি পেতে পারে। খবর সিএনএনের।

প্যালিসেইডস ও লস অ্যাঞ্জেলেসের দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুই দাবানলে একত্রে ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটান এলাকার চেয়ে আড়াই গুণ বেশি।

আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে ১৪ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। দাবানলের কারণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বাড়ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের তাদের বাড়ি ফিরে ক্ষতি পরিদর্শন করতে কমপক্ষে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। দূষিত পানি ও ভূমিধস এখনও বড় ঝুঁকি হয়ে রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ১০ দিন ধরে দাবানলের আগুনে জ্বলেছে লস অ্যাঞ্জেলসের এলাকা। অগ্নি বিশেষজ্ঞরা ও অগ্নিসংযোগ তদন্তকারীরা জানিয়েছেন, দাবানল কীভাবে শুরু হয়েছিল, তা জানার জন্য তাদের কয়েক মাস সময় লাগতে পারে। এখনও দাবানলে ক্ষয়ক্ষতি চলছে।


তথ্যসূত্র:
1. Death toll from SoCal fires rises to 27
– https://tinyurl.com/w98a6hpu
2. What to know about the Los Angeles fires and California winds
– https://tinyurl.com/w4rmppr9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুসলিম সবজি বিক্রেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে ভারতীয়রা; বাংলাদেশীদের প্রতিরোধ