আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে ১৫০০ এরও অধিক পান্না রত্নপাথর খনির সন্ধান পাওয়া গেছে। প্রদেশটির স্থানীয় কর্মকর্তাগণ এই তথ্য জানিয়েছেন।
প্রদেশটিতে বর্তমানে ৬০০টি খনিতে পান্না উত্তোলন চলমান রয়েছে। বিগত বছরব্যাপী এই সকল খনি হতে ১ লক্ষ ক্যারেট পান্না রত্নপাথর আহরণ করা হয়েছিল, যার মূল্য প্রায় ৬৯ লক্ষ মার্কিন ডলার।
খনি খাতের উন্নয়নের ফলে যুবকদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রদেশটির গভর্নর মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ। বৃহৎ খনিতে বিনিয়োগ বৃদ্ধি করা হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, এতে দেশের বেকারত্ব কমে আসবে বলে মতামত জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞগণ।
তথ্যসূত্র:
1. Over 1,500 emerald mines discovered in Panjshir: Local officialsOver 1,500 emerald mines discovered in Panjshir: Local officials
– https://tinyurl.com/6bcnx7fb